চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ভুঁইয়া ও রুবেল গাজী থাকেন শাহ আমানত হলে। সায়েন্স ফ্যাকাল্টি কেন্দ্রে ভোট দিয়ে তারা বললেন, এর আগে জাতীয় নির্বাচনে তারা ভোট দেননি। নিজেদের ক্যাম্পাসে জীবনে প্রথমবার তারা ভোট দিয়ে তারা আনন্দিত। সাজ্জাদ ও রুবেলের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই সপ্তম চাকসু নির্বাচনে জীবনে প্রথমবারের মত ভোট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এবারই প্রথম ওএমআর ব্যালটে হচ্ছে চাকসুর ভোট। কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ আর হোস্টেল সংসদের নির্বাচনে ৩০ মিনিট দেরিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকার ৪টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে থাকেন। পাশাপাশি ছাত্রাবাসগুলো থেকে ছাত্রছাত্রীরা দল বেঁধে ভোট কেন্দ্রের সামনে জড়ো হন। ইংরেজি বিভাগের ছাত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী সাজিদা তুজ শিমলি...