রাজনীতির মঞ্চে পা রেখেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জীবনে। বলিউডের ঝলমলে দুনিয়া পেরিয়ে বিজেপির তারকা সাংসদ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু হঠাৎই যেন পাল্টে গেল সুর। সাংসদ হয়েও নায়িকার মুখে এখন ক্লান্তির সুর। অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে দেওয়া নতুন স্টোরি যেন ইঙ্গিত দিচ্ছে, কঙ্গনার মনে জমেছে রাজনৈতিক জীবনের অস্বস্তি ও অনিশ্চয়তার ছায়া।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সম্প্রতি কঙ্গনা বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপির একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে সুরেশ জানিয়েছেন, রাজনীতি ছেড়ে তিনি অভিনয়ে ফিরতে চান।এই স্টোরিতেই কঙ্গনা লিখেছেন, রাজনীতি এমন একটা পেশা যার পথ সহজ নয়। বড্ড কঠিন। রাজনীতিতে তেমন টাকা-পয়সা উপার্জনও নেই। উল্টো নানারকমের খরচ রয়েছে। আর শিল্পীরা যদি নিজেদের পেশায় সময় ব্যয় করে, তাহলে তাদের দক্ষতা ও কাজের ওপর প্রশ্ন তোলা...