বাবা হলেন ব্যান্ড ‘অ্যাশেজ’র ভোকালিস্ট জুনায়েদ ইভান। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। প্রথমবার বাবা-মা হলেন তাঁরা। সামাজিকমাধ্যমে সুসংবাদটি শেয়ার করেছেন গায়ক নিজেই।সন্তানকে কোলে নিয়ে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করে ইভান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে আমার ছেলে সন্তান জন্ম নেয়। আমার সন্তান এবং তাঁর মা সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার লাল টুকটুকে ইমোজি। আর এই খুশির খবরে মন্তব্যঘরে গায়ককে শুভেচ্ছা বন্যায় ভাসিয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, জুনায়েদ ইভান, সুলতান রাফসান খান (গিটার) ও তৌহিদ আহমেদ বিজয়সহ (ড্রামস) বন্ধুদের নিয়ে ২০০৬ সালের দিকে যাত্রা শুরু করে ব্যান্ড অ্যাশেজ। ২০১৪ সালে প্রকাশিত হয় প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’। এই অ্যালবামের ‘কেমন আছ’, ‘১৭ পৃষ্ঠা’, ‘কী আর হবে’, ‘চুপচাপ সারাদিন’, ‘রূপকথা সে’ প্রভৃতি...