বিচিত্র নানান কীট-পতঙ্গ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণী নিয়েই আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই রয়েছে সুনির্দিষ্ট কর্মপন্থা বা টিকে থাকার কৌশল।এভাবেই এরা প্রকৃতির খাদ্যশৃঙ্খল রক্ষায় পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। চা বাগানের ক্ষুদ্র লাল পিঁপড়ার বেলাতেও তাই। এরা আমাদের কাছে বহুল পরিচিত একটি পিঁপড়া। সর্বত্রই রয়েছে এদের বিচরণ। এরা প্রকৃতি কীটনাশক হিসেবে কাজ করে। এদের শিকারের পদ্ধতি ক্ষতিকর কীট-পতঙ্গের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে খাদ্যশৃঙ্খল রক্ষায় ভূমিকা রাখে। শুধু তা-ই নয়, এরা ফুলে ফুলে বিচরণ করে ফুলের পরাগায় ঘটায় এবং উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয়। এ ছাড়াও এরা মাটিতে বায়ু চলাচলের ব্যবস্থা করে মাটিতে অক্সিজেনসহ বিভিন্ন পুষ্টির ভারসাম্য রক্ষা করে। মাঝেমধ্যে এদের গোলাকৃতি বাসা চোখে পড়ে। চা বাগানের প্রকৃতিতে হঠাৎ চা-পাতা দিয়ে তৈরি করা তাদের গোলাকৃতিময় অস্থায়ী বাসা তাদের প্রজন্মের জন্য সুরক্ষা দান করে।...