বয়সের বাধা পেরিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বয়স বাড়লেও কমেনি তাঁর গোল করার ক্ষুধা। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আবারও জ্বলে উঠলেন পর্তুগিজ তারকা। দুটি গোল করে ছুঁলেন নতুন এক মাইলফলক। তবে তার রেকর্ডের রাতটা পর্তুগালের জন্য পুরোপুরি সুখকর হয়নি। শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া হয়েছে, ফলে অপেক্ষা বেড়েছে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপে জায়গা করে নিতে হাঙ্গেরির বিপক্ষে জয় দরকার ছিল পর্তুগালের। কিন্তু রোনালদোর জোড়া গোলেও সেই জয় পাওয়া হলো না। একেবারে শেষ মুহূর্তে লিভারপুল তারকা দমিনিক সোবলাইয়েরে গোলে হাঙ্গেরি ম্যাচটা ২-২ গোলে ড্র করে। রোনালদোর জন্য ম্যাচটা ছিল স্মরণীয়। দুই গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। এখন পর্যন্ত ৫১ ম্যাচে তার গোল...