১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার শাহনওয়াজ কাকলী মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে স্ট্রোকের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেতা অনমিষে আইচ। অনমিষে তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, চলচ্চিত্র পরিচালক শাহনওয়াজ কাকলী স্ট্রোক করছে। খুব স্বাভাবিক নয়! এদিকে চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরীও কাকলীর সুস্থতার কামনা করেছেন এবং লিখেছেন, স্ট্রোকের কারণে হাসপাতালে কাকলী। তোমার জন্য অনেকে প্রার্থনা করছি। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসো, বাসায় ফেরার পরে আবার অনেক আড্ডা হবে। পরিবারের পক্ষ থেকে শাহনওয়াজ কাকলীর বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি। শাহনওয়াজ কাকলী ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘উত্তরে সুর’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটি ভারত, গোয়া, কলকাতা এবং মুম্বাইসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে...