পাশে দাঁড়িয়ে থাকা এমন একজন অভিনেতার মুখ থেকে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েছেন জিৎ। ভিডিওতে তাকে প্রবীণ অভিনেতাকে অসংখ্য ধন্যবাদ জানাতেও শোনা যায়।অভিনয় জগতে অনুপম খেরের দক্ষতা বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু জিতের কাছে তিনি যে কেবল পছন্দের নন, আরও বেশি কিছু তা স্পষ্ট করেছেন অনুপম খের নিজেই। এদিকে জিৎ বলেন, ‘শুধু পছন্দ করি না, খুব ভালোবাসি।’তবে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্যমূলক ছিল, নাকি ভবিষ্যতে দুই তারকাকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পাওয়ার ইঙ্গিত, সে কথা অবশ্য কেউই খোলসা করেননি। দুই ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেতার এই বন্ধুত্বের রসায়ন নতুন কোনো সমীকরণের জন্ম দেয় কি না, সেটাই এখন দেখার বিষয়। অভিনয় জগতে অনুপম খেরের দক্ষতা বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু জিতের কাছে তিনি যে কেবল পছন্দের নন, আরও বেশি কিছু তা স্পষ্ট করেছেন অনুপম খের...