নিজস্ব প্রতিবেদক: হেনলি পাসপোর্ট ইনডেক্স চালু হওয়ার পর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী শীর্ষ ১০ পাসপোর্টের তালিকায় জায়গা হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে যেখানে আমেরিকান পাসপোর্ট ছিল শীর্ষে, এখন সেটি নেমে এসেছে ১২তম স্থানে। একই অবস্থানে রয়েছে মালয়েশিয়াও। বর্তমানে সিঙ্গাপুর ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পেয়ে রয়েছে শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ) ও জাপান (১৮৯টি দেশ)। এই তালিকাটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)-র তথ্যের ভিত্তিতে হেনলি অ্যান্ড পার্টনার্স তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের পতনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ব্রাজিলের সঙ্গে ভিসামুক্ত চুক্তি বাতিল, চীনের সম্প্রসারিত ভিসামুক্ত তালিকা থেকে বাদ পড়া, সোমালিয়া ও ভিয়েতনামের নীতিগত পরিবর্তন, এবং পাপুয়া নিউগিনি ও মায়ানমারের ভিসা নীতিতে পরিবর্তন। বর্তমানে মার্কিন পাসপোর্টধারীরা ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ১৮০টিতে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। হেনলি...