আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতে গতকাল ৯৩ রানে অল-আউট হয়ে ২০০ রানে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ বছর খেলা আট ওয়ানডেতে ৭বারই অল-আউট হয়েছে লাল সবুজের দল। তাই ব্যাটিং নিয়েই দুশ্চিন্তা বেশি। একসময় এই ফরম্যাটে শক্তিমত্তা দেখালেও বাংলাদেশের পারফর্মেন্স এখন নিম্নমুখী। এমন ব্যর্থতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের অনেক ভুল ছিল। রান করতে পারিনি। আমাদের কাছে সুযোগ এসেছে, কিন্তু ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। দলের সবাই এটা মেনে নিয়েছে আমরা ভালো খেলিনি। তাঁদের খুব ভালো বোলিং আক্রমণ ছিল। কিন্তু আমাদের তা সামলানো উচিত ছিল।’ আফগানিস্তান সিরিজ শেষে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে...