রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত করা হয়েছে ভোটকেন্দ্র ও বুথ। তবে ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার ও নির্বচনী সামগ্রী। প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক এফ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের নির্বাচনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মোট ১৭টি কেন্দ্রে সবগুলো বুথ নির্মাণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অন্যান্য প্রস্তুতিও শেষ। তিনি আরও বলেন, ভোট শুরু হবে ৯টায়। প্রত্যেকটা কেন্দ্রে সাড়ে ৮টায় ব্যালট বাক্সগুলো সিল মেরে তালাবদ্ধ করা হবে। সে সময় গণমাধ্যমকর্মীদের থাকার জন্য আমরা বলেছি। গণমাধ্যমকর্মী ও নির্বাচনী প্রার্থীদের সামনে তালাবদ্ধ করা হবে। তারপরে ভোট শুরু হবে। এর আগে সকালে...