৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের নির্বাচন। বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও বাণিজ্য অনুষদ ভবনে স্থাপিত পাঁচটি কেন্দ্রের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে চলছে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার ৫১৬ জন শিক্ষার্থী এবার ভোটার হিসেবে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ছাত্রী ১১ হাজার ৩২৯ জন এবং ছাত্র ১৬ হাজার ১৮৭ জন। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালটে, যেখানে প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট বাক্স ও ডিজিটাল ভোটগণনা ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে পৃথক ভোটকেন্দ্র। চাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাম সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো...