দীর্ঘ বিরতির পর আবারও ওপার বাংলার ছবিতে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। তবে এপার বাংলায় তার এই বিরতির পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না সেই প্রশ্নের জবাবে চঞ্চল জানালেন স্পষ্টভাবে, আমি রাজনীতি বা দেশ বুঝি না, আমি বাংলা ছবির শিল্পী। বোলপুরের ৩১ ডিগ্রি গরমে, কাঠফাটা রোদ উপেক্ষা করে ঢিলে ফতুয়া আর একমুখ দাড়ি নিয়ে সাইকেল চালাচ্ছেন চঞ্চল চৌধুরী। এই দৃশ্য এখন কলকাতার গণমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ব্রাত্য বসুর নতুন ছবি ‘শিকড়’। ছবির শুটিং চলছে বোলপুরের মোহনপুরে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওপার বাংলার ছবিতে তার দীর্ঘ বিরতি নিয়ে চঞ্চল বলেন, এই বিরতিটা একেবারে স্বাভাবিক। আমি কম কাজ করি। রাজনীতি...