নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম চাকসু নির্বাচন ঘিরে উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশ থাকায় স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন তারা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ১৫টি কেন্দ্রের ৬০টি নির্বাচনি কক্ষে ভোট শুরু হয়। সকাল সাড় ১০টা পর্যন্ত ভোটগ্রহণের দেড় ঘণ্টা অতিবাহিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।আরো পড়ুন:চাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছে ১২০০ পুলিশছাত্র সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ভেতরে আবাসিক হলের শিক্ষার্থীরা যেমন আনন্দ নিয়ে ভোট দিতে যাচ্ছেন, তেমনি যারা বাইরে থাকেন তারাও দলে দলে ক্যাম্পাসে আসছেন ভোট দিতে। পুরো ক্যাম্পাস জুড়ে ভোটের আনন্দ উদযাপন করছেন সবাই। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে (ক্যাম্পাসে...