আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই এগিয়ে চলেছে। মূল পর্বের শেষ দিকে আসতেই সেমিফাইনালে ওঠার প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি অনুযায়ী দলগুলো কেমন অবস্থায় আছে তা দিয়ে অনেকটাই সেমিফাইনালের সেরা চারের ধারণা পাওয়া যাবে। অস্ট্রেলিয়া-৭ পয়েন্ট, +১.৩৫৩ নেট রান রেটঅস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই বিশ্বকাপে এখনও হারেনি। তারা নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। ভারতের বিপক্ষে ৩৩১ রানের চ্যালেঞ্জিং রান তাড়া করে জয়, যা নারী ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড। দলের গভীরতা এবং ব্যাটিং-বোলিং উভয় দিকের শক্তি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালের জন্য শক্ত অবস্থানে রাখছে। ইংল্যান্ড-৬ পয়েন্ট, +১.৮৬৪ নেট রান রেটতিনটি ম্যাচ, তিনটি জয়। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডও সেমিফাইনালের কাছাকাছি। অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট অসাধারণ ফর্মে আছেন। ইংল্যান্ডের লক্ষ্য ২০১৭ সালের পর আবারও বিশ্বকাপ জেতা।...