প্রথমবার ৪৮ দেশ নিয়ে আয়োজিত হতে চলা ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব উৎরে মূল আসরের টিকিট পেয়েছে ২৮ দেশ। দ্বিতীয় অল্প জনসংখ্যার দেশ হিসেবে কেপ ভার্দে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে কোয়ালিফাই করে ২২তম টিকিট কেটে। এরপর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড, কাতার, সাউথ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট ও সৌদি আরব। ২০১০ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে প্রথমবার খেলেছিল সাউথ আফ্রিকা। পরে আর বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা। রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে বাছাইয়ের শেষ ম্যাচে গ্রুপ শীর্ষে থেকে ১৬ বছর পর বিশ্বকাপে যাচ্ছে সাউথ আফ্রিকা। ইউরোপ অঞ্চলের বাছাই থেকে সর্বপ্রথম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংলিশরা সবশেষ ম্যাচে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এশিয়া থেকে বাছাই খেলে বিশ্বকাপ নিশ্চিত...