মেহেদি হাসান পুলক রাবি ক্রিকেট দলের অধিনায়ক। তিনি শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হলেও রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রচারণাও করতে দেখা যায়নি। তবে, এই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্বতন্ত্র পদপ্রার্থীদের প্রচারণা করেছেন। পুলককে রাত ১টার দিকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করার পর তিনি নিজেও দল থেকে অব্যাহতি নিয়েছেন। রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, “...আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক পদ থেকে অব্যহতি নিলাম।” ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান পুলককে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।” এতে আরও...