ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে সরকার তাদের ভুলে যাক, আমরা তা চাই না। তাদের যেন মানুষ সব সময় মনে রাখে—সেদিকেও লক্ষ রাখতে হবে। তারারটেকে যে সড়কটি নির্মিত হচ্ছে, বিএনপির পক্ষ থেকে আমি সেই সড়কটি তিনজন শিশুর নামে নামকরণ করার প্রস্তাব করেছি। প্রয়োজন হলে সিটি করপোরেশনে দরখাস্ত দেওয়া হবে। এ ছাড়াও আমরা অনেককেই সাহায্য-সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আরও সহযোগিতা আমাদের তরফ থেকে চলমান থাকবে।সভায় হাইকোর্টের রায় অনুযায়ী নিহত পরিবারের সদস্যদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং অন্যান্য মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়।গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই : ব্যারিস্টার অসীমনিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সরকার আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, এমনকি হাইকোর্টের দেওয়া রায়ের ক্ষতিপূরণের টাকাটিও আমরা এখনো পাইনি। নানা গড়িমসিতে বিষয়টি দীর্ঘায়িত...