চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ৩৫ বছর ভোট দিতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।এবার পাঁচটি অনুষদ ভবনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের সামনে বিভিন্ন প্যানেলের কর্মী-সমর্থকরা অবস্থান করছেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবনের কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম শরিফুজ্জামান বলেন, নির্দেশনা মোতাবেক সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।তিনি আরও বলেন, বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। তবে কেউ ভোট দেওয়ার জন্য ৪টার আগে লাইনে দাঁড়ালে তাকে ভোট দিতে সুযোগ দেওয়া হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন হচ্ছে ৩৫ বছর পর। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন জানান, এবারের নির্বাচনে অংশ...