আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজজুড়ে টাইগার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তিন ওয়ানডের সবকটিতেই বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। আফগানদের কাছে সিরিজ হারের পর মিরাজরা ভাবছেন কীভাবে পরের সিরিজে ভালো করা যায়।ম্যাচ জিততে হলে রান করা বিকল্প নেই। টাইগার অধিনায়ক ব্যাটারদের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে চিন্তিত। যদি আমরা রান না করি, জিততে পারব না। আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের রান করতে হবে। কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে আমরা ভাবছি।’সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের ইম্প্রুভ করার দরকার, সেই জায়গাটা ইম্প্রুভ করছি না। আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। খারাপ আমরা সবাই একসাথেই...