নির্বাচিত হলে ছাত্রীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সাইদ বিন হাবিব।বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে আইটি ভবনে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।সাইদ বিন হাবিব বলেন, ভোট দেওয়া শিক্ষার্থীদের মৌলিক ও ব্যক্তিগত অধিকার। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবেন, তিনিই নির্বাচিত হবেন—এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের নিজস্ব।তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি তাদের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ। শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ চালিয়ে যাব। স্বপ্নের মতো একটি সুন্দর ও আধুনিক ক্যাম্পাস নির্মাণে আমি বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়কে একটি প্রকৃত একাডেমিক ক্যাম্পাসে রূপ দিতে চান বলেও জানান তিনি।ভোট দিয়ে শিক্ষার্থী বললেন, ‘ঈদের আনন্দ লাগছে’এর আগে, সকাল...