ওয়ানডে ক্রিকেটে নারীদের আইসিসি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি ও বোলার ফাহিমা খাতুনের। অবনতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের। ওয়ানডে ফরম্যাটে নারীদের র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৬০ রানের দারুণ ইনিংস খেলেন সোবহানা। তবে পরের দুই ম্যাচে ভালো করতে পারেননি তিনি। তারপরও ১৫ ধাপ এগিয়ে র্যাংকিংয়ের ৭০তম স্থানে উঠেছেন সোবহানা।বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জ্যোতি। গত তিন ম্যাচে ৩৬ রান করেছেন তিনি। ৯ ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে নেমে গেছেন টাইগ্রেস দলনেতা। ব্যাট হাতে ব্যর্থ ফারজানা হকও। শেষ তিন ম্যাচে ৩৩ রান করায় ৭ ধাপ অবনতিতে ৩৯তম স্থানে আছেন ফারজানা।নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪ রান করায়...