রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এই ঘোষণা দেন।পরিদর্শন শেষে নিহতদের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা জামায়াতে আমির বলেন, এই দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা গরিব ও পরিশ্রমী মানুষ, পেটের দায়ে কাজ করতে এসে প্রাণ দিয়েছেন। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।তিনি বলেন, সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা ও সংগঠনগুলো এগিয়ে এলে এই পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব হবে।অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বিএনপিএদিকে, মিরপুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডে নিহতদের ১ লাখ টাকা করে দেওয়ার...