সকাল ১০টায় প্রকৌশল অনুষদ ভবনেও দেখা যায় একই চিত্র। এই ভবনে ভোট দিবেন সোহরাওয়ার্দী হলের ৪ হাজার ৩৬ জন। গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। তবে তারা এতে বিরক্ত বোধ করছেন না। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা আরবি বিভাগের ইরফানুল ইসলাম। তিনি বলেন, ‘অনেক গরম লাগছে তবুও এতে আমরা অসন্তুষ্ট না। ঈদের মতোই আনন্দ লাগছে। এটা আমার জীবনের প্রথম ভোট।’চাকসুর ভোটগ্রহণ শুরু, ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোটচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন হচ্ছে ৩৫ বছর পর। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে অংশ নিচ্ছে ১৩ প্যানেল; ২৩২ পদে মোট প্রার্থী ৯০৮ জন।নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার ও পদসংখ্যা বিবেচনায় একজন...