রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। রাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের জরিপে এমনই তথ্য তুলে ধরেছে ‘সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল প্রকাশ করেন সোচ্চারের গবেষণা সহকারী ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান রিচি। তিনি জানান, জরিপে মোট ১ হাজার ২৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ ৪ শতাংশ নারী, ১৩ দশমিক ২ শতাংশ অমুসলিম, ২ দশমিক ৩ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তিনি আরো জানান, ৭৯ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৮৬ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী ৬৯ দশমিক ৪ শতাংশ। তিনি আরো বলেন, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ শতাংশ শিক্ষার্থী মনে...