ফুটবল দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। চোটাক্রান্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাকি ইউরোপে ফিরতে আগ্রহী—এমন গুঞ্জন ছড়িয়েছে ইউরোপীয় গণমাধ্যমে। ইতালির দুই ক্লাব ইন্টার মিলান ও নাপোলি নেইমারকে দলে টানতে চায় বলে দাবি করেছেন জনপ্রিয় ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো। বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি বছরের শেষেই তিনি ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন। ফলে চুক্তির বাধ্যবাধকতা ছাড়াই নেইমার আবার ইউরোপের কোনো বড় ক্লাবে যোগ দিতে পারেন। সূত্র জানাচ্ছে, ইন্টার মিলানকে গত গ্রীষ্মেই নেইমারকে অফার করা হয়েছিল। তখন দুই পক্ষের আলোচনা না এগোলেও এবার পরিস্থিতি ভিন্ন। ইউরোপীয় গণমাধ্যমের মতে, দুই পক্ষই নাকি আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে। নেইমারের ইউরোপীয় অধ্যায় ছিল গৌরবময়। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত এক দশক তিনি খেলেছেন বার্সেলোনা ও প্যারিস সাঁ-জার্মেইর (পিএসজি) হয়ে। জিতেছেন অসংখ্য ট্রফি, গড়েছেন...