আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশই হতে হলো বাংলাদেশকে। একের পর এক ম্যাচে ব্যাটিং ব্যর্থতার নজির স্থাপন করে হেরেছে দল। আর তাতে ৩ দিনের এদিক ওদিকে ২ বার লজ্জার রেকর্ড ভেঙে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এই দুই বছর আগেও ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। ২০২৩ সালে সেই বাধা ভাঙে আফগানরা। বাংলাদেশকে হারায় তাদেরই মাটিতে। এরপর থেকে আফগানিস্তানই যেন অলঙ্ঘনীয় বাধা হয়ে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজদের সামনে! ২০২৩ এর পর ২০২৪ সালেও সিরিজ হেরেছে বাংলাদেশ। আগের বছরের মতো গেল বছরও ২-১ ব্যবধানেই হেরেছিল সিরিজটা। তবে এবার ব্যবধানটা নেমে গেল আরও। ৩-০ ব্যবধানে হারতে হলো। আর তাতে এক লজ্জার নজির গড়া হয়ে যায়। আফগানদের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়। এই বিস্মরণযোগ্য রেকর্ডের পথটা গড়ে দিয়েছে আরও দুই লজ্জার রেকর্ড। বাংলাদেশ অবশ্য একই রেকর্ড...