১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট জাদুঘরে ছিল। ৩৬বছর পর নির্বাচন হচ্ছে। এটি শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীরাই সুন্দরভাবে সম্পন্ন করবে। নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আচার আচরণ ও নিয়মকানুন মেনে প্রচার প্রচারণা চালিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরাই নির্বাচনের পরিবেশ তৈরি করেছে উল্লেখ করে মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে। নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সকাল সাড়ে নয়টায় কেন...