ইসরায়েলের বিপক্ষে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা ছিল। গাজা যুদ্ধের কারণে গত মাসে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ করার কথা ভাবছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ম্যাচটির আয়োজক শহর উদিনের মেয়র আলবার্তো ফেলিচে দে তোনি ম্যাচটি স্থগিতের দাবি তোলেন। পাশাপাশি কয়েকদিন ধরে ম্যাচটি বয়কটের দাবিতে বিক্ষোভ-আন্দোলন তো ছিলই। ম্যাচের টিকিট বিক্রিতেও এর প্রভাব পড়ে। উদিনের ব্লুএনার্জি স্টেডিয়ামের ২৫ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ১০ হাজার টিকিটও বিক্রি হয়নি। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরের এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এমন বিরূপ পরিস্থিতিতে ইসরায়েলকে গতকাল মঙ্গলবার রাতে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইতালি। এতে ২০২৬ বিশ্বকাপে খেলার পথ বন্ধ হয়ে গেল ইসরায়েলের। অন্যদিকে গতকালের জয়ে টানা দুই বিশ্বকাপে অনুপস্থিত থাকার পর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে খেলার আশা বেঁচে থাকল আজ্জুরিদের।...