লিওনেল মেসি গড়লেন আন্তর্জাতিক ফুটবলে সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড। আর্জেন্টিনা সতীর্থদের দিয়ে ক্যারিয়ারে এপর্যন্ত করিয়েছেন ৬০ গোল। যুক্তরাষ্ট্রের মাটিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে গোলবন্যার দিনে দুই অ্যাসিস্টে মেসি রেকর্ডটি গড়েছেন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার সকালে মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির চেজ স্টেডিয়ামে মহাতারকা গোল না পেলেও সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লৌতারো মার্টিনেজ করেছেন জোড়া গোল। প্রথমার্ধেই পুয়ের্তো রিকোর জালে তিনবার বল পাঠায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ১৪ মিনিটে প্রথম গোল করে লিড এনে দেন আলবিসেলেস্তেদের। গঞ্জালো মন্টিয়েল ২৩ মিনিটে ব্যধান দ্বিগুণ করেন। ৩৬ মিনিটে আলেক্সিস পুয়ের্তো রিকোর জালে আবারও বল পাঠালে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে পুয়ের্তো রিকোর...