‘বার্বি গার্ল’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই পপ গানের দলটি মঞ্চায়ন করতে চলেছে একটি স্টেজ মিউজিক্যাল। যেখানে তাঁরা তাঁদের টপ চার্টে বাজিমাত করা গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি কীভাবে তাঁরা খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন, সেই গল্প শোনাবেন ব্যান্ড সদস্যরা। অ্যাকোয়া-সদস্য সোরেন রাস্টেড বলেন, ‘আমি বলতে চাইছি, অবশ্যই প্রতিটি ব্যান্ডেরই একটি বিশেষ গল্প থাকে, কিন্তু আমার মনে হয় আমাদের গল্পটা সম্ভবত একটু আলাদা। কারণ আমাদের যেভাবে দেখা হয়েছিল, ততদিনে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। আমরা সবাই একসাথে ছিলাম।’ প্রধান ভোকালিস্ট লেনে নাইস্ট্রোম বলেন, ‘সবই ভালোবাসা! অ্যাকোয়া মানেই ভালোবাসা, সংগীত এবং একসাথে থাকার কথা, এমনকি কঠিন সময়েও। এটা সংগীতের চেয়েও বেশিকিছু! এটা সম্পর্ক আর কঠিন পরিশ্রম।’ তাঁর কথায় তাল মিলিয়ে সোরেন রাস্টেড বলেন, ‘আমাদের বিশেষ কিছু গল্প আছে।’ দর্শকদের সেই গল্প, গান আর...