হংকংয়ের মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ। যদিও এশিয়ান কাপের বাছাইপর্বে ভালোভাবে টিকে থাকতে হলে জয়ই দরকার ছিল দলের। তবে ৩৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে ড্রয়ে ম্যাচে হাজির প্রবাসী বাংলাদেশিরা বেশ সন্তুষ্ট। তারই প্রতিফলন দেখা গেল ম্যাচ শেষে তাদের প্রতিক্রিয়ায়। হামজাকে যেই না দেখতে পেলেন, তাকে কাঁধে তুলে রীতিমতো নাচতে লাগলেন সবাই। হামজা তার অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ বনে গেছেন। মাঠে পারফর্ম করছেন, দলের অঘোষিত নেতাও বনে গেছেন তিনি। হংকংয়ের বিপক্ষে সবশেষ হোম ম্যাচে করেছেন দুর্দান্ত এক ফ্রি কিক গোল। সে গোল একটা বড় সময় ধরে জয়ের স্বপ্নও দেখাচ্ছিল দলকে।আরও পড়ুনআরও পড়ুনহামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও তিনি ছিলেন মাঠে সেরাদের একজন। বল যেখানেই গেছে, তাকে দেখা গেছে সেখানেই। সে ম্যাচ থেকে...