নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক ‘তাওয়া গরম’ মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। বক্তব্যে তিনি শাসকগোষ্ঠীর একাধিক উপদেষ্টাকে ‘ষড়যন্ত্রে লিপ্ত’ বলে ইঙ্গিত করে সতর্কবার্তা দিয়েছেন। তার ভাষ্য, "তাওয়া গরম হচ্ছে, গরম হলে বুট দিলে ফুটতে সময় লাগবে না।" এই মন্তব্য নিয়ে একটি আলোচনায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেন। এক আলোচনা অনুষ্ঠানে ড. তাহের অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন দলের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি বেসামরিক ও পুলিশ প্রশাসনে "বিশেষভাবে বসানো" হয়েছে। এর মাধ্যমে "নীল নকশার নির্বাচন" আয়োজনের চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। তিনি হুঁশিয়ারি দেন, যদি সংশ্লিষ্টরা সতর্ক না হন, তাহলে কারা এই ষড়যন্ত্রে জড়িত, তা তিনি জনগণের সামনে প্রকাশ করবেন। এমনকি তার হাতে সেই উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড এবং...