চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সপ্তমবারের মতো আয়োজিত এই নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই দিনকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে এক নতুন উচ্ছ্বাস। চলমান নির্বাচন ঘিরে পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র এবং ৬০টি ভোটকক্ষ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬। এর মধ্যে ১১ হাজার ১৫৬ জন ছাত্রী। দীর্ঘ তিন যুগ পর এমন একটি ঐতিহাসিক নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যাচ্ছে ব্যাপকভাবে। চাকসু ও হল সংসদ মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেলের ২১০টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন।...