ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন, কিন্তু তার দল পর্তুগাল হাঙ্গেরির সঙ্গে ড্র করে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া করলো। ৪০ বছর বয়সী রোনালদো এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে মোট ৪১টি গোল করার কৃতিত্ব অর্জন করেন।এর মাধ্যমে তিনি গুয়াতেমালার সাবেক স্ট্রাইকার কার্লোস রুইজের ৩৯ গোলের রেকর্ড ছাড়িয়ে গেলেন এবং বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন। ইংল্যান্ড গ্রুপ 'কে' থেকে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করার পর পর্তুগালও জয়ের দ্বারপ্রান্তে ছিল। কিন্তু ম্যাচের ৯১ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ডমিনিক সোবোসজলাইয়ের গোলে সমতায় ফেরে হাঙ্গেরি, যা পর্তুগালের জয়ের স্বপ্ন ভেঙে দেয়। যদিও এই ড্রয়ের পরও গ্রুপ 'এফ'-এর শীর্ষে থাকা পর্তুগাল দুই ম্যাচ বাকি থাকতে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে। আগামী ১৩ নভেম্বর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই...