প্রায় দুই দশক পর তারেক রহমান গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। যদিও তিনি বিভিন্ন সময়ে দল ও কর্মীদের সঙ্গে অন্তর্জালের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন, সাধারণ জনগণের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ দীর্ঘদিন অনুপস্থিত ছিল।২০০৭-০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল। তাঁর অনুপস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা করে এবং আদালত অনুপস্থিত অবস্থায়ই সাজা ঘোষণা করে। মিডিয়া থেকেও তাঁকে ব্ল্যাক আউট করে রাখা হয়েছিল। ফলে জনমনে কৌতূহল, সংশয় ও প্রশ্ন জমেছিল আট হাজার কিলোমিটার দূর থেকে যিনি গত ১৭ বছর ধরে বিএনপির গণতান্ত্রিক সংগ্রাম পরিচালনা করছেন, তিনি আসলে কেমন মানুষ?বিবিসিকে দেওয়া তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকার সাধারণ জনগণ, বুদ্ধিজীবী মহল ও বিএনপিকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। যদিও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা কিছুটা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। কারণ তাঁরা জানেন, তারেক রহমান শুধু...