রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রীজভী।কারখানা অগ্নিকাণ্ডে প্রসঙ্গে রিজভী বলেন, এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এর কারণ বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, তারেক রহমান ঘটনাটি শুনে তাৎক্ষণিক শোক জানিয়েছেন।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, একটা আবাসিক এলাকার ভেতর কীভাবে একটা কারখানা স্থাপনের সুযোগ দেওয়া হলো। অবশ্যই এখানে অবহেলা রয়েছে। কর্তৃপক্ষের নজরদারি নেই, এজন্যই এসব ঘটছে।ডা. তাহের /৪-৫ উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছেএদিকে, মিরপুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডে নিহতদের ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণাও দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।এর আগে, মঙ্গলবার বেলা ১১টা...