রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। নির্ধারিত কেন্দ্র ছাড়া ভোটাররা প্রবেশ করতে পারবেন না ভোট কেন্দ্রে। নির্বাচনে নয়টি অ্যাকাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে মমতাজ উদ্দিন অ্যাকাডেমিক ভবনের সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে মন্নুজান হলের ভোটগ্রহণ হবে। সেখানে ভোটার ২ হাজার ৩৭৮ জন। ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনের বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারিতে ভোটগ্রহণ হবে শহীদ জিয়াউর রহমান হলের। সেখানের মোট ভোটার ১ হাজার ৯৬৩ জন। ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। সেখানে ভোটার ২ হাজার ৪৭২ জন। এই কেন্দ্রে দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে রোকেয়া হলের ভোটগ্রহণ হবে। সেখানের ভোটার ২ হাজার ১৭৩ জন। রবীন্দ্র...