লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে দুর্দান্ত এক জয় পেল আর্জেন্টিনা। দুটি অ্যাসিস্ট ও আরেকটি গোলের সূচনায় ভূমিকা রেখে বিশ্বচ্যাম্পিয়নরা মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিল। ম্যাচটি মূলত সোমবার শিকাগোতে হওয়ার কথা ছিল, কিন্তু আয়োজকরা শেষ মুহূর্তে তা সরিয়ে দেন। শিকাগোর কর্মকর্তারা বলেছিলেন, টিকিট বিক্রি কম ছিল। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, শহরে চলমান অভিবাসন অভিযানই আসল কারণ। ইন্টার মায়ামির মাঠে, নিজের পরিচিত ঘাসে খেলতে নেমে যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠেন মেসি। প্রথমার্ধে গঞ্জালো মন্টিয়েলের গোলে তার এক চমৎকার ফ্লিক পাস ছিল জাদুর মতো। এরপর ৮৩তম মিনিটে ব্যাক-পাস থেকে লাউতারো মার্তিনেজের দ্বিতীয় গোলের জন্ম দেন এই আর্জেন্টাইন জাদুকর। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও জোড়া গোল করেন। তাছাড়া দ্বিতীয়ার্ধে এক আত্মঘাতী গোলও পায় আর্জেন্টিনা। তবে ম্যাচটিতে ছিল একাধিক...