বলিউড পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান জানালেন, নিজের প্রথম দিকের ক্যারিয়ারে এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে বাধ্য হয়েই অভিনয় করতে হয়েছিল তাকে। সম্প্রতি নিজের ভ্লগে গায়ক শান-এর বাড়িতে আড্ডার সময় সেই অভিজ্ঞতার কথা জানান ফারহা। আলোচনার একপর্যায়ে তারা ১৯৯২ সালের জনপ্রিয় ছবি ‘যো জিতা ওহি সিকন্দর’ নিয়ে কথা বলছিলেন। ফারহা বলেন, “আমি আসলে সহ-পরিচালক হিসেবে যোগ দিই। কিন্তু শুটিংয়ের সময় নৃত্যশিল্পীর অভাব ছিল, তাই আমাকে নাচেও নামতে হয়। কেউ অনুপস্থিত থাকলেই সেই জায়গায় আমাকে ঠেলে দেওয়া হত।” এইভাবেই ছবির অভিনেতা দীপক তিজোরির সঙ্গে এক চুম্বন দৃশ্যে তাকে অভিনয় করতে হয়। ফারহার ভাষায়, “ওই দৃশ্যে যিনি থাকার কথা ছিল, তিনি রাজি হননি। তাই শেষ পর্যন্ত আমাকে সেই শটটি করতে হয়।” এ কথা শুনে...