‘ইসরাইলকে লাল কার্ড দেখাও’ – ম্যাচের আগে এমন সব ব্যানার আর প্ল্যাকার্ড দেখা যাচ্ছিল ইতালির উদিনেতে। উয়েফা আর ফিফা লাল কার্ড দেখাতে না পারলেও বিশ্বকাপ থেকে তাদের ঠিকই লাল কার্ড দেখিয়ে দিল ইতালি। ইতালির কাছে ৩-০ গোলে হেরেছে ইসরাইল। এই হারের ফলে আগামী বছরের ফুটবল বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেল দলটির। মঙ্গলবারের ম্যাচটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছিল। গাজায় ইসরাইলের দুই বছরের আগ্রাসনের পর সদ্য হওয়া যুদ্ধবিরতির মধ্যেই ম্যাচটি আয়োজন করা হয়। খেলার আগে উদিনে শহরের রাস্তায় হাজারো মানুষ ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেয়। প্রায় ১০ হাজার মানুষ তিন ঘণ্টা শান্তিপূর্ণভাবে মিছিল করে, কিন্তু শেষদিকে প্রায় ৫০ জন মুখোশধারী বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পুলিশের দিকে লোহার ব্যারিকেড ও ফ্লেয়ার ছোড়ে এবং কিছু জায়গায় আগুনও ধরিয়ে দেয়। পুলিশ...