বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে এখন পর্যন্ত একবারই খেলেছিল, সেটা ১৯৮০ সালে। হামজা-সামিতের দলে আসার ফলে ৪৫ বছর পর আবারো এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন জেগেছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু আজ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এই ম্যাচের দুই ঘণ্টা পর ভারতও সিঙ্গাপুরের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে চলে গেছে। হংকংয়ের সাথে ড্রয়ের মাধ্যমে বাংলাদেশ শেষ পর্যন্ত শুধুমাত্র এক পয়েন্টই যোগ করতে পেরেছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, “আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম বলে মনে হয়েছে, তবে এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বলতে চাই, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।” ম্যাচের প্রথমার্ধে তারিক কাজী একটি ফাউলের কারণে প্রতিপক্ষ পেনাল্টি পায় যা থেকে গোল করে। কোচ...