১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১২ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বুধবার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও অনেক আগে থেকেই শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ ৩৫ বছর পর ভোটের অধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাসে ভোটের এই উৎসব ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে চলবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৪৩৪ জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে চাকসুতে ২৬টি...