২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে শুরু হয় আগুন। ওয়াহেদ ম্যানশনে মজুত কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের গাড়ি, দোকান ও ভবনে। মাত্র কয়েক ঘণ্টায় ওই আগুনে প্রাণ হারান ৭১ জন, আহত হন কয়েক শতাধিক মানুষ। ঘটনাস্থলে ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কেমিক্যাল গুদাম ও যানজটকে ওই ভয়াবহতার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। চুড়িহাট্টার এক মাসের মাথায়, ২০১৯ সালের ২৮ মার্চ দুপুরে বনানীর বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ২২তলা ভবনের অষ্টম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে উপরের তলায়। ভবনের ভেতরে আটকে পড়া অনেকেই জানালা ভেঙে বা রশি বেয়ে নামতে গিয়ে প্রাণ হারান। ওই ঘটনায় ২৭ জন নিহত এবং শতাধিক আহত হন। তদন্তে ভবনের নকশায় ত্রুটি, অনুমোদন জটিলতা ও...