নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম গতকাল মঙ্গলবার রাত থেকে চাকসু নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে দায়িত্ব পালন করছে ১২০০ পুলিশ সদস্য। বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো.সাইফুল ইসলাম সানতু বলেন, “আজ সকালে নির্বাচন শুরুর আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”আরো পড়ুন:সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারসাভারে ২৫ লাখ টাকা ছিনতাই: ৯ জন গ্রেপ্তার, ৫ লাখ টাকা উদ্ধার সাভারে ২৫ লাখ টাকা ছিনতাই: ৯ জন গ্রেপ্তার, ৫ লাখ টাকা উদ্ধার মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্বে রয়েছেন। এসপি সাইফুল ইসলাম সানতু বলেন,...