পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আরেকটি ইতিহাস গড়লেন। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন সিআর সেভেন। মঙ্গলবার রাতে লিসবনে হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দুই গোল করে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ৪১ গোল করতে রোনালদোর লেগেছে ৫০ ম্যাচে। এর আগে ৪০ গোল নিয়ে গুয়াতেমালার সাবেক তারকা কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। প্রথম গোলটি করে তিনি রুইজকে ছুঁয়ে ফেলেন। দ্বিতীয় গোলে গড়েন একক ইতিহাস। রোনালদোর মোট গোলের পরিসংখ্যানও অবিশ্বাস্য। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত করেছেন ৯৪৮ গোল। ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের মধ্যে পাঁচটিতেই অন্তত পাঁচ বা তার বেশি গোল করেছেন। বাছাইপর্বের ম্যাচটি দারুণভাবে শুরু করেছিল হাঙ্গেরি। অষ্টম মিনিটে আতিলা সালাই গোল করে অতিথিদের এগিয়ে দেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। রোনালদোর পা থেকেই আসে...