বিয়ের পর থেকেই যেন বিতর্ক তাদের পিছু ছাড়ছে না। কখনো পোশাক, কখনো ব্যক্তিগত জীবন, প্রতিটি পদক্ষেপেই সমালোচনার ঝড় উঠেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের চারপাশে। এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা দম্পতি। আবুধাবির শেখ জায়েদ মসজিদে তোলা কিছু ছবিই যেন আবারও আগুন জ্বেলে দিল নেটদুনিয়ায়। তবে সমালোচকদের এবার জবাব দিলেন সোনাক্ষী নিজেই।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোনাক্ষীর পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায়, তিনি এবং জাহির দুজনই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। এই ছবি দেখার পরই নেটপাড়া উত্তাল হয়ে ওঠে। শুধু মন্তব্যের ঘরেই সমালোচনা সীমাবদ্ধ থাকেনি। অনেকে সোনাক্ষী-জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে পোস্ট করে কড়া সমালোচনা করতে থাকেন।বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সব কুমন্তব্য, কটাক্ষ আর সমালোচনার জবাব দিয়ে...