স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর না যেতেই বিয়েবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ভক্ত ও সমালোচকদের উদ্দেশ্যে স্পষ্ট ও স্পর্শকাতর বার্তা দিয়েছেন তনি। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের বিবেচনাতেই নিয়েছেন এবং ভবিষ্যতেও তাই করবেন—এমনটাই জানিয়েছেন তিনি।তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কৈফিয়ত দিইনি, এখনো দেবো না। জীবনের প্রতিটি ধাপে আমি নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি এবং ভবিষ্যতেও তা-ই করবো। ভুল হোক বা ঠিক—ফল আমি ভোগ করবো। এতে অন্য কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”সম্প্রতি তার নতুন জীবনসঙ্গী রাসেলকে নিয়ে কিছু ভুয়া তথ্য ও গুজব অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন,“কিছু পেইজ আমার স্বামীর ফুফুকে তার এক্স-ওয়াইফ বানিয়ে দিয়েছে! এমনকি তার বন্ধুর বাচ্চাদের সঙ্গে আমার ছবি দেখে...