নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ১৯৭২ সালের একটি ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ উপস্থাপন করেছেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলাটির প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হস্তক্ষেপে আসামি দায়মুক্তি পেয়েছিলেন বলেও দাবি করা হয়। সোমবার, বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ১৯৭২ সালে টঙ্গীতে এক নবদম্পতি গাড়িতে যাওয়ার সময় আক্রমণের শিকার হন। অভিযুক্ত মোজাম্মেল হক ও তার সহযোগীরা গাড়ি থামিয়ে স্বামীকে হত্যা করে এবং নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারীর মৃতদেহ টঙ্গী ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ঘটনাটি খ্যাতনামা লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেয়াল’-এ উল্লেখ আছে। তিনি আদালতে...