হজরত মুহাম্মাদ (সা.)-কে ইসলাম ধর্মের শেষ নবি হিসেবে ভবিষ্যদ্বাণী করে বহিরা নামে একজন খ্রিষ্টান পাদ্রী ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়েছেন। তিনি প্রচলিত অর্থের কোনো জ্যোতিষী ছিলেন না বরং খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ বাইবেল শাস্ত্রের একজন পণ্ডিত ছিলেন। বাইবেল ও খ্রিষ্টানশাস্ত্র অধ্যয়নের মাধ্যমে তিনি যে জ্ঞান অর্জন করেন তা প্রজ্ঞায় পরিণত হয়েছিল বলেই তার পক্ষে একজন বালককে দেখে তার ভবিষ্যৎ গতিপথ বলে দেওয়া সম্ভব হয়। শুধু বহিরা নয়, আরও প্রজ্ঞাবান মানুষ ওই সময়ে বাস করতেন। তারাও হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে নানা ভবিষ্যদ্বাণী করেছেন। আবুল ফিদা হাফিজ ইবন কাসির আদ দামেশকী তার লেখা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে সেই বিষয়ে বর্ণনা করেছেন। ইবন কাসির তার উপর্যুক্ত গ্রন্থে ইমাম আবু নুয়ামের দালায়িলুন নবুওয়াত গ্রন্থের উদ্ধৃতিতে ইবন আব্বাস (রা.) বর্ণিত হজরত মুহাম্মাদ (সা.)-এর দাদা আবদুল মুত্তালিবের জীবনের...