চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে—মর্মে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়টি পুরোপুরি নাকচ করেছেন আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৫ অক্টোবর) সকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আচরণবিধি সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনার আমির মোহাম্মদ নসরুল্লাহ'র সঙ্গে যোগাযোগ করুন। উনি এ বিষয়ে দায়িত্বে রয়েছেন।আরও পড়ুনআরও পড়ুনচাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা কাউকে আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা করা হয়েছে—এমন বক্তব্য দেইনি। আপনারা এমন তথ্য কোথায় পেলেন? আমরা এখন...